ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বে আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা
dailybangla
11th Jan 2026 11:44 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপস মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনে এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির প্রেক্ষাপটে এই জরুরি বৈঠক ডাকা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় বাংলাদেশ দৃঢ়ভাবে ওআইসির পাশে রয়েছে। তিনি ইসরায়েলের এমন স্বীকৃতিকে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, একতরফা সিদ্ধান্ত ও চাপের রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার ও বহুপাক্ষিকতাই অগ্রাধিকার পাওয়া উচিত।
বিআলো/শিলি



