ওমরাহ পালন করলেন শোয়েব মালিক
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক পিএসএল থেকে অবসর নেওয়ার পর পবিত্র ওমরাহ পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কাবা শরিফের সামনে তোলা ছবি শেয়ার করে তিনি দোয়ার আহ্বান জানিয়েছেন।
রমজানের আগে ক্রীড়া ও বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক।
সম্প্রতি মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন তিনি। কাবা শরিফের সামনে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শোয়েব মালিক লেখেন, “আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে এই পবিত্র অভিজ্ঞতা অর্জনের তৌফিক দেন।”
উল্লেখ্য, কয়েক দিন আগেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন শোয়েব মালিক। টুর্নামেন্টটির টানা ১০টি মৌসুমে অংশ নিয়েছেন তিনি। এর আগে চলতি মাসের ১৬ জানুয়ারি দ্বিতীয় বিয়ের বর্ষপূর্তি উদযাপন করেন তিনি ও তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ।
পিএসএল থেকে অবসর ও বিয়ের বর্ষপূর্তির পরপরই এই আধ্যাত্মিক সফরে যান শোয়েব মালিক। তার ওমরাহ পালনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়।
বিআলো/শিলি



