• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওয়েস্টিনে খাওয়ার প্রসঙ্গ ঘিরে আলোচনায় উপদেষ্টারা 

     dailybangla 
    16th Aug 2025 1:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ওয়েস্টিন হোটেলে খাবার খাওয়ার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এমন মন্তব্যের পর থেকে উপদেষ্টারা কী ধরনের বেতন-ভাতা ও সুবিধা পান, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

    গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, রাতে কাজ শেষ হতে কখনো কখনো ভোর হয়ে যায়। তখন বাসায় খাবার দেওয়ার মতো কেউ থাকে না। বেশিরভাগ সময় ৩০০ ফিটে নীলা মার্কেটে হাঁসের মাংস খাই। তবে সেটি বন্ধ থাকলে ওয়েস্টিনে যাওয়া হয়।

    কোনো আইন নেই, সুবিধা মন্ত্রীর সমান

    তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় সংবিধানে উপদেষ্টাদের বেতন-ভাতা নিয়ে কোনো আলাদা বিধান নেই। তবে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর এবং উপদেষ্টারা মন্ত্রীর সমমর্যাদায় দায়িত্ব পালন করছেন। সেই সূত্রে তাঁরা একই ধরনের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন।

    প্রধান উপদেষ্টার সুবিধা, মাসিক বেতন: ১,১৫,০০০ টাকা, বাড়ি ভাড়া: ১,০০,০০০ টাকা, দৈনিক ভাতা: ৩,০০০ টাকা, সরকারি গাড়ি, নিরাপত্তা, বাসভবন রক্ষণাবেক্ষণ ও ভ্রমণ সুবিধা।

    উপদেষ্টাদের সুবিধা, মাসিক বেতন: ১,০৫,০০০ টাকা, দৈনিক ভাতা: ২,০০০ টাকা, নিয়ামক ভাতা: ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা, মোবাইল কেনার জন্য ৭৫,০০০ টাকা, সরকারি বাসভবন বা ৮০,০০০ টাকা বাড়ি ভাড়া, গাড়ি, পরিবার ও গৃহকর্মীর ভ্রমণ সুবিধা, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা ও গৃহপরিচারকসহ পূর্ণাঙ্গ স্টাফ দল।

    সমালোচনার ঝড়

    জনগণের করের টাকায় গড়ে ওঠা এসব সুবিধার পরও উপদেষ্টার ওয়েস্টিন হোটেলে খাবার খাওয়ার ব্যাখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষের প্রশ্ন, এমন বিলাসী জীবনযাপন কি দেশের বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক নয়?

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930