ওসমান হাদি হত্যায় নিন্দা, আন্তর্জাতিক তদন্ত চায় জাতিসংঘ
বিআলো ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, হত্যাকাণ্ডটি জাতিসংঘ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মহাসচিব হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্ত পরিচালনার আহ্বান জানান।
তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে।
এর আগে জাতিসংঘ মানবাধিকার কমিশনও এ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে। এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, প্রতিশোধ বিভেদ বাড়ায় এবং সবার অধিকার ক্ষুণ্ন করে। তিনি দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।
বিআলো/শিলি



