ওসমান হাদির মৃত্যুতে মাকসুদ হোসেনের গভীর শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
তিনি আরও বলেন, “এই শোকের মুহূর্তে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিআলো/তুরাগ



