ওসমান হাদির হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচার এবং কথিত আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। রাত ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তারা বলেন, হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতার অংশ।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাতেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন এবং সেখান থেকে সাহেব বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। তিনি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অপরাধীদের ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও হাজারো শিক্ষার্থী বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বড়তলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা বিচার ও জবাবদিহির দাবি জানান।
বক্তারা বলেন, ওসমান হাদির হত্যার মাধ্যমে আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। তারা দাবি করেন, এই মৃত্যু প্রমাণ করে যে চলমান রাজনৈতিক সংগ্রাম এখনও শেষ হয়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন।
বিআলো/শিলি



