• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ 

     dailybangla 
    01st Jul 2025 7:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: তরুণদের মধ্যে সংহতি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের চেতনা বিকাশের লক্ষ্যে মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে ৩০ জুন ২০২৫ তারিখে উদ্বোধন হয়েছে “ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ২০২৫”-এর।

    কোভিড-১৯ পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের যুবসমাজের বহুমাত্রিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিবেচনায় এ বছরের আয়োজনটি বিশেষ গুরুত্বের সঙ্গে সাজানো হয়।

    ওআইসি-ভুক্ত বিভিন্ন দেশের মন্ত্রী, যুবনেতা, নীতিনির্ধারক ও কূটনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ। তিনি তার বক্তব্যে বৈশ্বিক যুব সংলাপ জোরদার করা, সামাজিক উদ্যোক্তা বিকাশ এবং সাংস্কৃতিক কূটনীতির প্রসারে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে একাধিক তাৎপর্যপূর্ণ আয়োজন ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অংশগ্রহণকারী মন্ত্রীদের নীতিনির্ধারণী আলোচনা এবং ওআইসি সদস্য দেশগুলোর বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ উদ্যোগের আহ্বান জানানো হয়, যা ভবিষ্যতে ওআইসি প্ল্যাটফর্মে যুব উন্নয়নে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন বাংলাদেশের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকগুলোতে বাংলাদেশের যুব উন্নয়ন কৌশল, ডিজিটাল রূপান্তরে অগ্রগতি এবং তরুণদের নেতৃত্ব বিকাশে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন উপস্থিত প্রতিনিধিরা।

    এছাড়া উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, জর্ডান, মৌরিতানিয়া, গাম্বিয়া ও জিবুতির অংশগ্রহণকারী মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে বাংলাদেশের নতুন অভিযাত্রায় তরুণদের কার্যকর ভূমিকা এবং অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রশংসা করা হয়।

    আলোচনাকালে ওআইসি প্ল্যাটফর্মের অধীনে যুব সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন মাননীয় উপদেষ্টা। পাশাপাশি, তিনি আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে ওআইসি-ভুক্ত দেশগুলোকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031