রংপুরে সরকারি ঔষধ চোরাকারবারি চক্রের ৭ সদস্য আটক 

রংপুরে সরকারি ঔষধ চোরাকারবারি চক্রের ৭ সদস্য আটক 

রানা চৌধুরী প্রতিনিধি: রংপুরে সরকারি ঔষধ চোরাকারবারি চক্রের সদস্যসহ আটক ৭-বিপুল ঔষধ জব্দ। রংপুরে ২৮ প্রকারের ২ লক্ষ টাকার সরকারী ঔষধ জব্দসহ সরকারী ঔষধ পাচার ও চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যসহ ৭ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।

আটককৃতরা হলেন, সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সাহের জামান (৫৩), পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের খন্দকার আব্দুস সালাম (৫৫), নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুলি গ্রামের আব্দুর রহমান (৪৫), মাহিগঞ্জের হাশেম রেজা (৪২), কমল চন্দ্র রায় (৪১), বকচি গ্রামের ধীরেন চন্দ্র বর্মন (৩৪) ও দীপাল চন্দ্র বর্মন (৩০)। 

মঙ্গলবার দুপুরে একটা ব্রিফিং-এ মাহিগঞ্জ থানার মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুলি থেকে আব্দুর রহমানকে বিপুল পরিমান সরকারী ঔষধসহ আটক করা হয়। 

পরে তার দেয়া তথ্য অনুযায়ী মাহিগঞ্জ থেকে ফার্মেসীর মালিক হাশেম ও কমল এবং রঘুবাজার থেকে ধীরেন ও দীপালকে আটক করেন পুলিশ। এসময় তাদের কাছ থেকেও বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ঔষধ জব্দ করা হয়।

অন্যদিকে একই দিনে নিউ জুম্মাপাড়া থেকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা সাহের জামানকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পীরগাছার পাঠক শিকড় গ্রাম থেকে চক্রের আরেক হোতা খন্দকার আব্দুস সালামকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২৮ প্রকারের প্রায় ২ লক্ষ টাকার বিনামূল্যের সরকারি ঔষধ জব্দ করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান করা হচ্ছে। একই সাথে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।  

বিআলো/শিলি