• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত 

     dailybangla 
    06th Dec 2025 5:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ২০২৪–২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন উদযাপন করেছে কক্সবাজারে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হোটেল সি প্যালেসে আয়োজিত এ কনফারেন্সে সেলস টিমের সারা বছরের সাফল্য তুলে ধরা হয় এবং আগামীর জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা হয়।

    অনুষ্ঠানের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সেলস ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাঁচ দশক ধরে এসএমসি বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান ও ডায়রিয়া প্রতিরোধে অসামান্য সফলতার কারণে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী অন্যতম স্বীকৃত সোশ্যাল মার্কেটিং সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে দেশের মোট ব্যবহারকারীর প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন ক্যাটাগরির এসএমসি পণ্যের উপর নির্ভরশীল। এছাড়া এসএমসি বিশ্বের সবচেয়ে বড় ওআরএস (ওরাল রিহাইড্রেশন সল্ট) উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।

    ২০১৪ সালে বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরুর পর থেকে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এসএমসিকে আরও বেশি আত্মনির্ভরশীল করতে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানের পণ্যপোর্টফোলিওতে রিহাইড্রেশন, কনডম, ওরাল কন্ট্রাসেপটিভ, স্বাস্থ্য ও হাইজিনসহ বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড রয়েছে—যেমন ওরস্যালাইন, এসএমসি প্লাস, এসএমসি ফ্রুটি, সেনসেশন, প্যানথার, ফেমিকন, ফেমিপিল, নোরিক্স ১, জয়া স্যানিটারি ন্যাপকিন, স্মাইল বেবি ডায়াপার এবং টেস্ট মি পানীয়।

    অনুষ্ঠানে এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, “জনগণের জীবনমান উন্নয়নই এসএমসির মূল লক্ষ্য। এজন্য প্রয়োজন কার্যকর সেলস নেটওয়ার্ক, উদ্ভাবনী পণ্য এবং পরিবর্তনকে ধারণ করার মানসিকতা। কারণ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য।”

    এসএমসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, “রূপান্তরই গত ৫০ বছরের যাত্রায় আমাদের প্রধান শক্তি। পরিবার পরিকল্পনা থেকে শুরু করে বিস্তৃত সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে আমরা কাজ করে যাচ্ছি। এসএমসি এন্টারপ্রাইজের শক্তিশালী সেলস কাঠামো আমাদের সব উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিচ্ছে।”

    এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, “টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলাই প্রধান চ্যালেঞ্জ। গ্রাহকের চাহিদা, সাশ্রয়ী মূল্য এবং পণ্যের ধারাবাহিক মান নিশ্চিত করতেই আমাদের অবিরাম উদ্ভাবন।”

    উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) ফিরোজ উল আলম জানান, “সেলস টিম মাঠে কাজ করছে, আর আমরা অপারেশনস থেকে পণ্যের মান, উৎপাদন দক্ষতা ও সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করছি।”

    এছাড়া প্রতিষ্ঠানের সিএফও আবুল বশির খান বলেন, “এই বছরের রাজস্ব বৃদ্ধির মূল কৃতিত্ব সেলস টিমের নিবেদিত প্রচেষ্টা।” জিএম (সেলস) ও কনভেনার সি এন মণ্ডল জানান, “২০২৪–২৫ অর্থবছরের অর্জন পরবর্তী বছরে আরও উত্তরণে প্রেরণা যোগাবে।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসি ও এসএমসি ইএল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ, বোর্ডের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী, পরিচালক ডা. জহির উদ্দিন আহমেদ, রণজিৎ কুমার চক্রবর্তী, ডা. ইয়াসমিন হেমায়েত আহমেদ, আফতাব উল ইসলাম, প্রকৌশলী মো. সিদ্দিক উল্লাহসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    অনুষ্ঠানের সমাপনীতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ডা. রাইয়াতুন তেহরীন ও সায়েম জাহাঙ্গীর।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031