• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কচুয়া উপজেলা পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

     dailybangla 
    26th Mar 2025 8:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কচুয়া উপজেলা পরিবার এর উদ্যোগে কচুয়ার শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, চাকুরীজীবি, সামাজিক সংগঠক ও স্কাউটসদের সাথে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়ার ১০ নং ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কচুয়া উপজেলার নির্বাহী অফিসার হেলাল চৌধুরী।

     

    কচুয়া উপজেলা পরিবারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকরা বলেন, অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করতে যারাই নানানভাবে সহযোগিতা করেছেন তাদের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করছি। এই অনুষ্ঠানের সকল সফলতা, অর্জন, প্রাপ্তি কচুয়াবাসীর। আর যা কিছু শিক্ষনীয় তা কচুয়া উপজেলা পরিবারের।

    তারা বলেন, আমরা হয়তো সবাইকে মঞ্চে উঠাতে পারেনি, দাওয়াত দিতে পারেনি, বক্তব্য প্রদানের সুযোগ দিতে পারেনি, যতটুকু আন্তরিকতা দেখানোর কথা, সম্মান দেওয়ার কথা ততটুকু করেনি এই দায় সম্পূর্ণ টীমের। একান্তই আমাদের। আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে যেনো আর না হয় সেই কথাও মনে করে দিবেন। আমরা শিখতে চাই, সংস্কৃতি পরিবর্তন নয় বরং পরিমার্জন করে আরও বেশি সুন্দর ও সুচারু হতে চাই।

    এই আয়োজনে টীমের কয়েকজনের কথা না বললেই না বিশেষ করে Akm Jahangir Sumon স্যার, Md Rijon Patwary ভাই, লোকমান গাজী ভাই, Alamin Moulove, Omor Faruk Sayem, Farhad Hossain, মেহেদী হাসান শাকীল, এম কে জামান ভাই, Bedhan Sarker দাদা Fahimul Islam সহ যারা আশা, ভরসা আর সাহস দিয়ে এই প্রোগ্রামকে সফল করেছেন।

    পৃষ্ঠপোষকতায় ছিলেন Mohammed Serajul Islam ভাই, Rafiqul Islam Rony ভাইসহ কচুয়ার অনেকেই যারা কাছে আমরা ঋণী থাকবো সব সময়ই। সবাইকে মেনশন ও করতে পারেনি।

    বিশেষ করে এন এস আইয়ের অতিরিক্ত পরিচালক মফিজ ভাই, মাইক্রো রেগুলেটরি অথরিটির ইয়াকুব ভাই, সাবেক ছাত্রনেতা Mohammad Sarfin Hossain ভাই, ছাত্রনেতা Kamruzzaman Kamrul ভাই, নিরাপদ সড়ক চাই এর সভাপতি Md Ziauddin Mazumder ভাইয়ের কাছেও আমরা কৃতজ্ঞ। নানানভাবে দিকনির্দেশনা দিয়েছেন৷

    অনুষ্ঠান শেষে পুরো ভ্যানু পরিস্কার পরিচ্ছন্ন করেছেন বিডি ক্লিন কচুয়ার টীম। তাদের টিম লিডার এহছানুল হক শরীফ ছিলেন। শৃঙ্খলায় ছিল কচুয়া উপজেলা স্কাউটস। তাদের সবার কাছেই আমরা কৃতজ্ঞ। এই আয়োজনে যারা এসেছেন, অংশগ্রহণ করেছেন, মূল্যবান সময় দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

    আয়োজনবৃন্দ বলেন, আমরা সমালোচনার উর্ধ্বে না। সমালোচনা মানুষকে শুদ্ধ করে, সুন্দর করে, সাহসী করে। আপনারা আমাদের এই প্রোগ্রামের সমালোচনা করবেন, সাহস দিবেন ভালবাসায় ও দোয়ায় রাখবেন এই প্রত্যাশা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031