নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে: ড. মইন খান
কচুয়া সরকারি কলেজ মাঠে জনসমুদ্র
কচুয়ায় জনসমাবেশে ড. মইন খান ও এহসানুল হক মিলনের নির্বাচনী আহ্বান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর কচুয়া সরকারি কলেজ মাঠ আজ রূপ নিল জনসমুদ্রে। লাখের উপর মানুষ সমবেত হয়ে নির্বাচনী উৎসাহ ও প্রিয় নেতার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. মইন খান বলেছেন, “নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।” তিনি বলেন, কচুয়ার আজকের জনসমাবেশটি জন সমুদ্রে পরিনত হয়েছে। “এই জনসমুদ্রই প্রমাণ করে দেশের মানুষ আজ নির্বাচন মুখী। বহু প্রত্যাশিত নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটের প্রস্তুতি গ্রহন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।”
ড. মইন খান আরও বলেন, দীর্ঘদিন পর স্বাধীন ও মুক্ত পরিবেশে একত্রিত হতে পেরে কচুয়ার মানুষ প্রমাণ করেছে, আসন্ন নির্বাচনে তাদের প্রিয় নেতা এহসানুল হক মিলনকে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, “কচুয়া বাসী আমাকে কতটুকু ভালোবাসেন, আজকের এই বিশাল জনসমুদ্রই প্রমাণ করেছে। আমি কচুয়া বাসীর কাছে কৃতজ্ঞ। এই কচুয়ার মাটি ও মানুষকে ভালোবেসে আমি আমার জীবনের অনেক বড় অর্জন ত্যাগ করেছি। আগমী দিনেও আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে কচুয়াবাসীর কল্যাণে কাজ করে যাব।”
ড. মিলন আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পিছিয়ে পড়া বাংলাদেশকে সকলে মিলে এগিয়ে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি আধুনিক, উন্নয়নশীল, বৈষম্যবিহীন গনতান্ত্রিক রাষ্ট্র।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, মহিলা দলের সহসভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীসহ আরও অনেক অঙ্গসংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ



