কঠোর লকডাউনে অনমনীয় অবস্থানে মির্জাগঞ্জ প্রশাসন

কঠোর লকডাউনে অনমনীয় অবস্থানে মির্জাগঞ্জ প্রশাসন

আবুল কালাম আজাদ, মির্জাগঞ্জ পটুয়াখালী: কঠোর লকডাউনে অনমনীয় অবস্থানে থাকতে দেখা গেছে মির্জাগঞ্জ জেলা প্রশাসনকে। গতকাল রবিবার সকাল থেকেই মির্জাগঞ্জ জেলা প্রশাসন ছিল কঠোর অবস্থানে।

সপ্তাহিক হাট উপলক্ষে অনেক মানুষের সমাগম হয় সুবিদখালী বাজারে। খবর পেয়ে মির্জাগঞ্জ থানাপুলিশের একদল সদস্য এসে হাটে জমায়েত লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর জনশূন্য হয়ে যায় সুবিদখালী বাজার। এ সময় সরকারের বিধিনিষেধ অমান্য করার অপরাধে হাটে আসা লোকজনকে পুলিশের কড়া জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান-উজ্জামানের পরিচালনায় ও মির্জাগঞ্জ থানাপুলিশের সহায়তায় মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট বসিয়ে সরকারের বিধিনিষেধ অমান্য করার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠান, ছোট ছোট যানবাহন, পথচারীদের ও একটি বিবাহ অনুষ্ঠানে বর-কন্যা পক্ষকে অর্থদণ্ড দেওয়া হয়।

বিআলো/ইলিয়াস