কঠিন চীবর দান উৎসব শুধু ধর্মীয় নয়, এটি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের বার্তা বহন করে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
নিজস্ব প্রতিবেদক: রঙিন চীবর, প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর বৌদ্ধ ভক্তদের আনাগোনায় মুখর ছিল রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। পূণ্যলাভের আকাঙ্ক্ষায় দেশজুড়ে আসা উপাসক-উপাসিকাদের পদচারণায় শান্তির আবেশ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঐতিহ্যবাহী কঠিন চীবর দান উৎসব যেন পরিণত হয় এক মহা-সম্প্রীতির মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে পালনের জন্য সবসময় সহযোগিতা করছে। তিনি বলেন, কঠিন চীবর দান উৎসব শুধু ধর্মীয় নয়, এটি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের বার্তা বহন করে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অন্যতম ভিত্তি। একটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন। তিনি বিভ্রান্তিকর তথ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হলো একটি অংশগ্রহণমূলক, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, যাতে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি বলেন, জাতীয় অনুষ্ঠানের ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে, যা নিঃসন্দেহে গৌরবের এবং মর্যাদার বিষয়। এই আয়োজন বৌদ্ধদের ঐতিহ্যবাহী কঠিন চীবর দানকে জাতীয় মাত্রা ও তাৎপর্য প্রদান করবে এবং বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের নিকট বিশেষভাবে সমাদৃত হবে।
দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মদেশনা প্রদান করেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের। এছাড়া উপস্থিত ছিলেন—বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘ-নায়ক রতনশ্রী মহাথেরমিরপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ভবেশ চাকমা সহ বিভিন্ন গুণিজন ও ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা।
বিআলো/তুরাগ



