কনার গানে নেচে মাতালেন নোরা ফাতেহি
dailybangla
18th Dec 2025 10:15 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: বাংলা গানে এবার নাচে মেতেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’- তে তার নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটির সুর ও সংগীত করেছেন সানজয়, কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সানজয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করলে মাত্র ২০ ঘণ্টায় তা ১০ হাজারের বেশি রিঅ্যাকশন পায়।
ভিডিওতে নোরার সাবলীল নাচ দর্শকদের মুগ্ধ করেছে। নোরা নিজেও মন্তব্যে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর প্রকাশিত ‘মেহেন্দি’ গানটি ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে।
বিআলো/শিলি



