কবিতা

কবিতা
এম হান্নান  মিয়াজী  সিনেয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) বাংলাদেশ বিমান বাহিনী। 

এম হান্নান  মিয়াজী : 

কে সে মহান
***********

বারান্দা আর ছাদ বাগানে ফুটেছে অনেক ফুল, 
এটা দেখে বজলু ভাইএর মনে লাগে দোল। 
কে ফুটালো রাশি রাশি-এত সুন্দর ফুল,
 ভাবতেই  মোরা যাই হারিয়ে- পাইনা কোন কূল।
ফুলটি  যদি এত সুন্দর - রুপের বাহার হয়,
ফুলটি যিনি বানিয়েছেন- রূপ কি তাঁহার রয়? 
একই ফুলে বিভিন্ন রং দিতে পারে যিনি, 
বিশ্ব জগত  আমরা সবাই-  তাহার কাছেই  ঋণী। 
ভিন্ন ফুলে ভিন্ন সৌরভ - কেমন করে আসে, 
এক ফুলেরই গন্ধ যায়না - অন্য ফুলে মিশে। 
টবে ফুটা ফুলের  গন্ধে - হারাই মোরা হুস।
সেই টবেতেই মরিচ ফলে - ঝালে হই বেহুঁশ। 
শিল্পী যেন তুলির ছোঁয়ায়- বানিয়েছেন ফুল,
মনের মতো রং ছিটাতে-  করেনিতো ভুল।
রুপে গন্ধে সাজালো ফুল - কোন সে কারিগর, 
তাঁকে নিয়ে ভাবতে গেলে- হারাতে হয় ঘর। 
এসো সবাই লুটিয়ে পড়ি- ঐ কারিগরের পায়,
ক্ষমা দিয়ে উঠায় যেন তার- রহমতেরই নায় ।
মহান সেযে দু' জাহানের - সব ক্ষমতার মালিক, 
নিরানব্বই  নামে ডাকি- একটি তাহার খালিক।।

বি আলো / মুন্নী