কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি অর্জন করলো ISO 27001:2022 সার্টিফিকেশন
অর্থনৈতিক ডেস্ক: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2022 সার্টিফিকেট অর্জন করেছে। এই রি-সার্টিফিকেশন অডিট পরিচালনা করেছে ইন্টারটেক বাংলাদেশ, যা ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস (UKAS) দ্বারা স্বীকৃত। এর মাধ্যমে ব্যাংক তার তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার সর্বোচ্চ মান বজায় রাখার স্বীকৃতি পুনরায় নিশ্চিত করেছে।
এই গুরুত্বপূর্ণ অর্জন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এর হাতে সার্টিফিকেট তুলে দেন ইন্টারটেক বাংলাদেশের সিনিয়র ম্যানেজার-কমপ্লায়েন্স এম এম মোর্শেদ।
এই সাফল্য প্রমাণ করে যে কমিউনিটি ব্যাংক তার ডিজিটাল ও আইটি প্ল্যাটফর্মে তথ্যের গোপনীয়তা, সততা এবং পর্যাপ্ততা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের এই উদ্যোগ সাইবার নিরাপত্তা হুমকি, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে খাপ খাইয়ে চলার সক্রিয় দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
আইএসও সার্টিফিকেশন অর্জনের প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত বলেন, “ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন আমাদের গ্রাহক তথ্যের সুরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এবং আধুনিক, নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতার প্রতিফলন। এই মাইলফলক আমাদের আরও উদ্ভাবন এবং নিরবিচ্ছিন্ন উন্নয়নের পথকে আরও বেশি অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ, যার মধ্যে ছিলেন সিআইটিও, হেড অব ডিজিটাল ফাইন্যানশিয়াল সার্ভিসেস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজীম মোরশেদ ভুঁইয়া, হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’জ কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অফ আইটি – ইন্টারটেক সাউথ এশিয়া নুরুল ইসলাম চৌধুরী, সিনিয়র ম্যানেজার-সিস্টেম সার্টিফিকেশন – ইন্টারটেক বাংলাদেশ ফরহাদ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – বিজনেস অ্যাসিওরেন্স ইন্টারটেক বাংলাদেশ স্মিথা টুম্পা বাড়ৈ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি গাইডলাইন এবং বিশ্বের সর্বোত্তম আইটি সিকিউরিটি কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর ফলে গ্রাহকের আস্থা ও পরিচালনাগত শ্রেষ্ঠত্ব আরও সুদৃঢ় হচ্ছে।
বিআলো/তুরাগ



