• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কয়েক দশকের মধ্যে এটি ভয়াবহ দুর্যোগ রিপাবলিকানদের 

     dailybangla 
    09th Jul 2025 6:50 pm  |  অনলাইন সংস্করণ

    টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহত ১১১, নিখোঁজ ১৭৩ – উদ্ধার তৎপরতা অব্যাহত

    মোঃ ফরহাদ হোসেন বাবু (টেক্সাস থেকে): টেক্সাসের পার্বত্য অঞ্চলের ভয়াবহ বন্যার পঞ্চম দিনেও অন্তত ১৭৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। এর মধ্যে কের কাউন্টিতে নিখোঁজের সংখ্যা ১৬১ জন, যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।

    মঙ্গলবার গভর্নর অ্যাবট এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধারকারী দলগুলো এখনো মৃতদেহের সন্ধানে ধ্বংসস্তূপ খুঁজে চলেছে। এ পর্যন্ত ১১১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে।

    গভর্নর বলেন, “যতক্ষণ না আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্তকে শনাক্ত করি এবং প্রতিটি মৃতদেহ উদ্ধার করি, ততক্ষণ থামব না।”

    বন্যায় মৃতদের মধ্যে অন্তত ৩০ জন শিশু রয়েছে, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে শিশুদের জন্য অন্যতম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবির—মিস্টিক ক্যাম্পে—২৭ জন ক্যাম্পার ও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজন ক্যাম্পার এবং একজন ১৯ বছর বয়সী কাউন্সেলরের মরদেহ পাওয়া যায়নি।

    নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কের কাউন্টিতে ৮৭ জন, কেন্ডাল কাউন্টিতে ৮ জন, ট্র্যাভিস কাউন্টিতে ৭ জন, বার্নেট কাউন্টিতে ৫ জন, উইলিয়ামসন কাউন্টিতে ৩ জন এবং টম গ্রিন কাউন্টিতে ১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষক, শিশু, প্রাপ্তবয়স্ক ক্যাম্পার, ক্যাম্প পরিচালক এবং কাউন্সেলরও আছেন।

    এদিকে, ফেডারেল পূর্বাভাস ও বন্যা সতর্কতা ব্যবস্থার ঘাটতি এবং দুর্যোগ নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থ ব্যয়ের অভাব নিয়ে রাজ্য সরকারের সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জবাব দিতে গিয়ে গভর্নর অ্যাবট সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।

    এক হেলিকপ্টার সফরের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “পরাজয়কারীরা সবসময় দোষারোপ করে। কিন্তু চ্যাম্পিয়নরা কাজ করে যায়।” এছাড়া তিনি দুর্যোগ প্রতিক্রিয়াকে ফুটবল খেলায় দলের ভূমিকার সাথে তুলনা করেন।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930