করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা ব্যুরো: করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বুলবুল আহমেদ বুলবুল নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর আভিযানিক দল শুক্রবার রাতে কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন বাটপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে এ কে এম শরীফুল হাসান খান  বুলবুল আহমেদ বুলবুল (২৮), নামে একজনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ০১টি SAMSUNG Galaxy J2 Prime মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত মোবাইল ফোন সেটে ধৃত আসামি বুলবুল আহমেদ  বুলবুল ’Nazmul Khan’  কযধহ’ নামক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বৈশ্বিক আলোচিত বিষয় ‘করোনাভাইরাস’ সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া যায়। 

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের অপরাধের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে বলে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালকের পক্ষে সহকারী পরিচালক এএসপি মহিতুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।