করোনা বিপর্যয়ে অসহায় মানুষদের মাঝে এমপি বাবলার মানবিক সহায়তা

করোনা বিপর্যয়ে অসহায় মানুষদের মাঝে এমপি বাবলার মানবিক সহায়তা

শেখ রাজিয়া সুলতানা: করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এ ভাইরাসের প্রকোপ ঠেকাতে উন্নত দেশগুলো হিমসিম খাচ্ছে। বাংলাদেশেও এই করোনাভাইরাস আঘাত হানার পর সরকারি অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকার সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করেছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। করোনা নিয়ে অতিষ্ঠ বিশ্ববাসী। বাংলায়ও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা রোধ করার জন্য দিন-রাত লড়াই করছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।

লকডাউন শব্দটি জানেনা এমন মানুষ এখন পৃথিবীতে বিরল। সারা পৃথিবী কোন না কোনভাবে লকডাউন হয়ে গেলো। বাংলাদেশে ও চলছে। সিটি লকডাউন যেমন হচ্ছে, তেমনি লকডাউন হচ্ছে জেলাগুলো। দেশে দীর্ঘ ছুটি ও লকডাউনের কারণে দিন এনে দিন খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপর্যয়ের মধ্যে। বিভিন্ন পেশাজীবীদের মধ্যেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

(কোভিট-১৯) করোনা ভাইরাসের  বিস্তাররোধে সারাদেশে অঘোষিত লকডাউনের কারণে লোক সমাগম না থাকায় অনেক খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছেন বেকার। অনেকের ঘরেই দেখা দিয়েছে খাদ‌্য  সংকট। এমন পরিস্থিতিতে বিপন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির কো'চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। করোনা ভাইরাসের কারণে তাঁর আসনভিত্তিক কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত ও খেটেখুটে খাওয়া দিনমজুরদের সহায়তা উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমি গত মাসের বিশ-তারিখ থেকে জনগণের মধ্যে মাক্স, হ্যান্ডওয়াশ বিতরণ করছি ও নিজ উদ্যোগ থেকে সাড়ে ছয় হাজার মানুষের ত্রাণের ব্যবস্থা করেছি এবং  সরকারীভাবে ঢাকা সিটি করপোরেশন থেকে পাঁচ'শ ত্রাণ পেয়েছি। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে ত্রাণসামগ্রীগুলো  এলাকার ইয়াং ছেলেদের দিয়ে তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার স্বল্প পরিসরে যতটুকু আছে ততটুকুই সহযোগিতা করার চেষ্টা করছি। তাঁর ত্রাণসামগ্রী'র মধ্যে আছে, চাল, ডাল, আলু, তেল, চিনি,  সাবান।

ত্রাণে’র পাশাপাশি নগদ-অর্থ সহায়তা প্রদান প্রশ্নে তিনি বলেন, আমার অফিস থেকে নাম তালিকা করে ত্রাণ দিচ্ছি  এবং বেশিরভাগ মানুষের ঘরে খাদ্য দিয়ে পাঠাচ্ছি কিন্তু কোনো নগদ-অর্থ দিচ্ছিনা। তবে কেউ যদি বেশি সমস্যার কারণ দেখায় সেক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করি।

করোনা ভাইরাসে বিপদগ্রস্ত অসহায় মানুষের ঘরে ঘরে নিজে থেকে খাবার দিয়েছেন এমপি বাবলা। সবসময় এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন তিনি।