"করোনা ভাইরাস সংক্রমণ রোধে কদমতলি থানা পুলিশের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত"

"করোনা ভাইরাস সংক্রমণ রোধে কদমতলি থানা পুলিশের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত"

ইবনে ফরহাদ তুরাগ: বিশ্বব্যাপী এক আতংকের নাম করোনা ভাইরাস। এ ভাইরাস মানুষের যম। এই ভাইরাসের সংক্রমণ রোধে ও প্রাদুর্ভাব মোকাবেলায় সমসাময়িক ভাবনা ও প্রতিরোধে করনীয় বিভিন্ন দিক তুলে ধরে অব্যাহত জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কদমতলি থানাধীন জনতাবাগ পুলিশ ফাড়ির আইসি এস আই শহীদুল্লাহ মামুন।

করোনা যুদ্ধে সদ্য জয়ী হওয়া কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর এর দিক নির্দেশনায় কদমতলী থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে ও নিরাপদে রাখতে ব্যাপক প্রচার প্রচারনা ও কঠোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবারিকতায়, মঙ্গলবার  (১৬ জুন) বিকালে রাজধানীর কদমতলী থানার আওতাধীন সনির আখড়ার জিয়া স্বরণী রোডে অবস্থিত নিউ ক্যাসেল স্কুলে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে, করোনার চলমান দুর্যোগে পুলিশ ও জনগণের বন্ধুত্বপূর্ন সম্পর্ক রক্ষায় "পুলিশ-ই জনতা, জনতা-ই পুলিশ" প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এক ব্যতিক্রমধর্মী উঠান বৈঠকের আয়োজন করেন জনতাবাগ পুলিশ ফাঁড়ির আইসি এস আই শহীদুল্লাহ মামুন।

এ সময় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের দেওয়া নির্দেশনা মেনে চলতে আহবান জানানো হয় এবং আক্রান্ত ব্যক্তির সন্ধান পেলে অবশ্যই থানার সেল নম্বরে কল করতে অনুরোধ জানান উক্ত আলোচনা সভায় অডিও কনফারেন্সে উপস্থিতি থাকা কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর।

এসময় মুঠোফোনে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় নিজের অভিজ্ঞতার কথা বর্ননা করেন এবং আক্রান্ত ব্যক্তিকে সঠিক পরামর্শ দিবেন বলে আশ্বাস দেন তিনি।

উক্ত আলোচনা সভায়, বৈশ্বিক বিপর্যয় কোভিড-১৯ করোনার উদ্বেগজনক প্রভাব হতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বাধ্যতামূলক মাক্স পড়া ও সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করার জন্য বিশেষ অনুরোধ এবং গুরুত্ব আরোপ সহ আইনশৃঙ্খলা রক্ষায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমাজের সবার সহযোগিতা কামনা করেন জনতাবাগ ফাঁড়ির ইনচার্জ জনাব শহীদুল্লাহ মামুন।

আয়োজিত এ আলোচনা সভায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সতর্কতা অবলম্বন করে উপস্থিত সুধীজনদের আসন বিন্যস্ত করা হয়। দীর্ঘ দিন পর আয়োজিত এ বৈঠকে উপস্থিত জন সাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় চলমান মহামারী মোকাবেলায় সমসাময়িক প্রজন্মকে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান তিনি। ব্যতিক্রমী এ উঠান বৈঠকে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র, শিক্ষক সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিতি ছিলেন।

জানা যায়, করোনা ভাইরাস মোকাবেলায় কদমতলী থানা পুলিশের সৌজন্যে ইতিমধ্যে থানা এলাকার জনতাবাগ পুলিশ ফাঁড়ি, ক্যাম্প ও তদন্ত কেন্দ্রসহ পুলিশের সকল স্থাপনার সামনে হাত ধোয়ার জন্য সাবান পানিসহ বেসিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সেখানে হাত ধোয়ার উপকারিতা সম্বলিত শ্লোগান টানানো হয়েছে। ভীত না হয়ে সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রতিটি বিট এলাকায় পুলিশ সদস্যদের দিয়ে মাইকিং করানো হচ্ছে। ‘করোনা ভাইরাস আতঙ্ক নয় দরকার সচেতনতা’ এই স্লোগান সম্বলিত সকল সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন কদমতলী থানা পুলিশ।

বিআলো/ইসরাত