করোনা সংক্রমণ রোধ করতে পর্যাপ্ত ত্রাণের বিকল্প নাই: সাইদুল মাদবর

করোনা সংক্রমণ রোধ করতে পর্যাপ্ত ত্রাণের বিকল্প নাই: সাইদুল মাদবর

ইবনে ফরহাদ তুরাগ: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। এবারের কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সাথে করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের (লকডাউন) চলমান রয়েছে।

এই লকডাউন বাস্তবায়নে জরুরি বৈঠক ডাকে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা দক্ষিণ সিটির ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সাইদুল মাদবরসহ অন্যান্য কাউন্সিলরদের সাথে লালবাগ বিভাগের  পুলিশ সদস্যরা এ বৈঠকে অংশ নেয়।

গত সোমবার সকালে রাজধানীর আজিমপুরের ইডেন মহিলা কলেজে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর বলেন, ঢাকায় সর্বপ্রথম আমার ৫৭নং ওয়ার্ডে করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে লকডাউন জারি করা হয়। লকডাউনে আমার এলাকার প্রশাসনের সহযোগিতা ছিলো অতুলনীয়। কামরাঙ্গীরচরে আমরা চারজন কাউন্সিলর জনসচেতনতায় মাঠে ছিলাম।

তিনি বলেন, আমাদের সংসদ সদস্য এ্যাড কামরুল ইসলাম এমপির সহযোগিতায় আলাপ-আলোচনা করে আল্লাহর রহমতে গত বছর আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পেয়েছিলাম। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধ করতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের বিকল্প নাই।

বিআলো/ইলিয়াস