করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই

করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই করছে। গত ৮মার্চ দেশে সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুরুর দিকে সংক্রমণের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। 

বুধবার ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। আজকালের মধ্যেই আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৯ জুন দেশে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৪ আক্রান্ত হন।

শুরুর দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও কিভাবে সংক্রমণ বৃদ্ধি পেল তা খুঁজে দেখতে পেছন ফিরে তাকালে দেখা যায় গত ২২ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা সর্তকতা জারি হয় এবং চীন থেকে ফেরত যাত্রীদের স্ক্রিনিং শুরু হয়।

গত ১ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ৩১২ জন যাত্রী দেশে ফেরেন। তাদের কারো মধ্যে করোনা শনাক্ত হয়নি।

পরবর্তীতে ৮মার্চ দেশে প্রথম তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে দুজন ইতালি ফেরত পুরুষ এবং তাদের আত্মীয় একজন নারী ছিলেন। গত ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম ৭০ বছর বয়সী একজন বৃদ্ধের মৃত্যু হয়। মার্চের শেষে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫১ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫ জন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছেম, গত ৬ এপ্রিল দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ জনে দাঁড়ায়। পরবর্তীতে ১৪ এপ্রিল ১ হাজার, ৩ মে ১০ হাজার, ১৮ মে ২৫ হাজার, ১ জুন ৫০ হাজার, ১১ জুন ৭৫ হাজার এবং ১৮ জুন আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছে যায়। পরবর্তী ১২ দিনে অর্থাৎ গতকাল বুধবার ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে।

বিআলো/ইসরাত