করোনায় বিধিনিষেধ মানাতে ভ্রামমাণ আদালতের অভিযান

করোনায় বিধিনিষেধ মানাতে ভ্রামমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া বিধি- নিষেধ মানাতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ভ্রামমাণ আদালতের তৎপরতা দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এবং আশপাশের এলাকায় অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত বাস টার্মিনালে প্রবেশের সঙ্গে সঙ্গেই যাত্রী এবং পরিবহন শ্রমিকরা মুখে মাক্স পড়ে। অথচ এর আগে কারো মধ্যে কোন সচেতনতা ছিল না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন কোম্পানির যাত্রীবাহী বাসে উঠে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে সতর্ক করে দেন। বাসগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে কিনা সে খোঁজখবর নেয়া হয়।

এ সময় সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেছে। বাসের চালক এবং তার সহকারীকে টিকা কার্ড গলায় ঝুলিয়ে দায়িত্ব পালনের বিষয়টি এখনও উপেক্ষিত। মাত্র একজন বাস চালক টিকা কার্ড ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে দেখাতে পেরেছেন।

অভিযানের সময় কয়েকটি বাসকে জরিমানা করা হয়। কিন্তু ভ্রামমাণ আদালত একটু দূরে সরে গেলেই লোকজন আবার মাক্স ছাড়াই হাঁটা চলা শুরু করে।

পরিবহন শ্রমিকরা জানান, শ্রমিকরা সবাই তো টিকা পাইনি। এ কারণে টিকা কার্ড নেই। অথচ ম্যাজিস্ট্রেট এসেই জরিমানা করে। এখন টিকা দেয়া শুরু হয়েছে এরপর এসব বাসের চালক এবং হেলপারের টিকা কার্ড থাকবে।

এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। এ সময় ওই রাস্তা দিয়ে চলাচল করতো সব যাত্রীবাহী বাস থামিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। মাক্স ব্যবহার না করায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।  

বিআলো/শিলি