• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘কর্মজীবী মায়েদের জন্য সহায়ক পরিবেশ চাই’ ঝালকাঠিতে মানববন্ধন 

     dailybangla 
    30th Oct 2025 6:52 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার এবং মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

    ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার সভাপতিত্বে এবং কর্মসূচি সমন্বয়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, ঝালকাঠি জেলা বাসদের সংগঠক মো. রমজান আকন হৃদয়, এনসিপির যুগ্ম সমন্বয়কারী মুয়াবিয়া মাকনুন, ঝালকাঠি উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারজানা মুক্তা, জেলা তাতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের প্রচার সম্পাদক সৈয়দ আলী হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাসান এবং তরুণ ছাত্রনেতা আবির লস্কর প্রমুখ।

    বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীর অবদান অনস্বীকার্য। ক্রমবর্ধমান সংখ্যক নারী সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যাপ্ত সহায়ক পরিবেশের অভাবে কর্মজীবী নারীরা নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। তাঁরা আরও বলেন, কর্মরত মায়েদের জন্য শিশুদের যত্ন ও স্তন্যদানের উপযুক্ত ব্যবস্থা না থাকায় অনেক নারী মানসিক চাপে ভুগছেন এবং অনেক ক্ষেত্রে পেশা ও মাতৃত্বের মধ্যে বেছে নিতে বাধ্য হচ্ছেন।

    বক্তারা দ্রুত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক দপ্তরে ডে-কেয়ার সেন্টার ও বেস্ট ফিডিং কর্নার চালুর দাবি জানান। পাশাপাশি এসব কেন্দ্রের কার্যক্রম তদারকিতে জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও নীতিগত সহায়তার আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট দাবিনামাসহ একটি স্মারকলিপি পেশ করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031