কালীগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১৪ ব্যবসায়ীর জরিমানা!

কালীগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১৪ ব্যবসায়ীর জরিমানা!

হাসানুজ্জামান হাসান, (কালীগঞ্জ)লালমনিরহাট: করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করায় লালমনিরহাটের কালীগঞ্জে ১৪ জন ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার কালীগঞ্জ ও ভুল্ল্যারহাট বাজারে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় ১৪ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসাইন।

উল্লেখ্য,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসাইন এ উপজেলায় যোগদানের পর হতে করোনা যোদ্ধা হিসাবে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জনসচেতনা সৃষ্টিতে কাজ করে চলছেন।  

এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসাইন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলেই ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ নির্দেশনা অমান্য করে যারা দোকানপাট খোলা রাখছেন এমন ১৪ জন ব্যবসায়ীকে জরিমানা দেয়া হয়েছে।করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিআলো/ইসরাত