কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষীর স্ত্রীর ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা

কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষীর স্ত্রীর ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা

মাজহারুল ইসলাম রবিন (কোনাবাড়ী) গাজীপুরঃগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার আনুমানিক সকাল ৭:২০ মিনিটের সময় ওই কারাগারের বাইরে (সন্ধ্যা নামের) আবাসিক ভবনের পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন।

 


মিজানুর রহমান ও ফাতেমা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
মিজানুর রহমান বলেন, সকালে সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ডাক-চিৎকার শুনে জেগে উঠে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃতঘোষণা করেন।


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, নিহত ফাতেমা বেগমের মানসিক সমস্যা ছিলো।
এ ব্যাপারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।