কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তারেক রহমান
মানবেতর জীবনযাপনের কারণে ক্রীড়া ও ক্রিকেট ভক্তদের উদ্বেগ, এবার সমাধানের সংকেত
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ইসলাম দীর্ঘদিন ইনজুরি ও আর্থিক সংকটে ভুগছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কষ্টের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
আজ বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীতে কাজী অনিকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিককে জানান, তার চিকিৎসা ও সার্বিক সহায়তার দায়িত্ব নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে আমিনুল হক বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান সবসময় প্রতিভাবান ও অসহায় ক্রীড়াবিদদের প্রতি সংবেদনশীল। তাঁর নির্দেশনায় কাজী অনিক সুস্থ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব নেওয়া হয়েছে।”
কাজী অনিক বলেন, “দীর্ঘদিন ইনজুরি ও আর্থিক সংকটের কারণে আমি কঠিন সময় পার করেছি। বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করেও সাড়া পাইনি। এই সময়ে তারেক রহমান এবং আমিনুল হকের সহযোগিতার আশ্বাস আমাকে নতুন করে সাহস দিয়েছে।”
২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সত্ত্বেও তিনি আবারও ক্রিকেটে ফিরে আসার স্বপ্ন দেখছেন।
বিআলো/তুরাগ



