কাপ্তাই–চট্টগ্রাম সড়কে চাঁদের গাড়ি ও সিএনজির সংঘর্ষ, নারী–শিশুসহ আহত ৬
আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই–চট্টগ্রাম সড়কে গাছবোঝাই চাঁদের গাড়ি ও একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই থেকে চট্টগ্রামগামী একটি গাছবোঝাই চাঁদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—
মমচিং মারমা (৫০), বড়ইছড়ি; শাহাবুদ্দিন (৩৭), চাঁদের গাড়ির চালক, কেপিএম; মমিনুল (৩২), কাপ্তাই প্রজেক্ট; ঝুমা (১৫), কাপ্তাই প্রজেক্ট; নবুসীমা মারমা (১৮), শিলছড়ি; এবং নাসির উদ্দিন (৩৭), রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা।
চিকিৎসক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কাপ্তাই–চট্টগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিআলো/ইমরান



