কামালকে দেশে ফেরানো সময়ের ব্যাপার: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুতই বাংলাদেশে ফেরানো সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, শেখ হাসিনা ও কামালসহ অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিত হবে। ভারত ইতোমধ্যে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে বলেও লেখেন তিনি।
শফিকুল আলম আরও দাবি করেন, মানবাধিকার লঙ্ঘন ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে আসবে, যা তাকে জবাবদিহি থেকে পালানো কঠিন করে তুলবে।
উল্লেখ্য, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।
বিআলো/শিলি



