কালিয়াকৈরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব চ্যানেলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. দেওয়ান ইমরান হোসেন। তিনি অভিযোগ করেছেন—“আমাকে সামাজিকভাবে হেয় ও পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অযৌক্তিক সংবাদ ছড়ানো হয়েছে।”
শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় নাসরিন কমপ্লেক্সে ভয়েস অব নিউজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ইমরান হোসেন বলেন, “আমি কখনো চাঁদাবাজিসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।” তিনি এসব অসত্য তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইমারত হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক দেশ রূপান্তরের সাগর আহম্মেদ, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি আফসার খান বিপুল, ভয়েস অব নিউজের প্রকাশক সিরাজুল ইসলাম, রাজধানী টেলিভিশনের মজনু আহমেদ জীবন, দৈনিক বাংলাদেশের আলো’র মোরশেদুল আলম পলান, শাহরিয়ার রকিসহ আরও অনেকে।
বিআলো/তুরাগ



