কালিহাতীতে ইসলামী আন্দোলনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নূর নবী (রবিন), কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীতে ইসলামী আন্দোলনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তর বেতডোবা ফাতেমা হালিমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলনে নির্বাচনী জনসভা হয়। নির্বাচনের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনে আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ আসনের ইসলামী আন্দোলনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেজাউল করিম, টাঙ্গাইল-৪ আসনের ইসলামী আন্দোলনে সংসদ সদস্য প্রার্থী আলী আমজাদ হোসেন। এ সময় কালিহাতী ও ঘাটাইল উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলনে আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা চাই ইসলামী নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে। ইসলামী আন্দোলনের প্রতীক হলো হাতপাখা। এখন অনেকেই মনে করতে পারেন আমরা একা হয়ে গেছি। আমরা আসলেই একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছে। যারা দেশকে ভালবাসে তারা আমাদের সঙ্গে আছে। আমরা মিথ্যা রাজনীতি করতে পারি না।
বিআলো/আমিনা



