কুমিল্লা-১: উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ড. খন্দকার মোশাররফ হোসেনের
পাঁচগাছিয়া হাই স্কুল মাঠে ধানের শীষের গণজোয়ার
মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: কুমিল্লা–১ আসনের দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া হাই স্কুল মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠে সৃষ্টি হয় গণজোয়ার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. বাবুল, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হেলাল ইসহাক, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোশারফ হাজারী, কুমিল্লা উত্তর যুবদলের সাবেক সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, ইতালি প্রবাসী বিএনপি নেতা সেলিম, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম, বিএনপি নেতা আব্দুর রহিম, ছাত্রদল নেতা ডিএম সাদ্দামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
ড. খন্দকার মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন, “আমি যখনই নির্বাচনে এসেছি, পাঁচগাছিয়া হাই স্কুল মাঠেই আপনাদের সঙ্গে কথা বলেছি। আজ শারীরিক সীমাবদ্ধতার কারণে আগের মতো সক্রিয় থাকতে পারছি না। তবে আমার ছেলে ড. খন্দকার মারুফ আপনাদের ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে আমার সালাম পৌঁছে দিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “আমি প্রতিটি গ্রামে গিয়ে আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি।”
তিনি নির্বাচিত হলে পরিবার কার্ডের মাধ্যমে মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান, পাশাপাশি স্কুল-কলেজ, সড়ক ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিআলো/তুরাগ



