কুমিল্লার দুই আসনে আইনি লড়াইয়ে জয়: বিএনপি প্রার্থীর অবস্থান বহাল
কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে হাইকোর্টের আদেশ স্থগিত
বহাল থাকল বিএনপি প্রার্থীর অবস্থান
মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: কুমিল্লা জেলার কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসন নিয়ে চলমান আইনি জটিলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। আদালত পূর্ববর্তী একটি আদেশ স্থগিত করে উভয় আসনে বিএনপি প্রার্থীর পক্ষে দেওয়া রায় বহাল রেখেছেন।
হোমনা–তিতাস আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে আবেদন করেন। একই সঙ্গে কুমিল্লা-১ ও কুমিল্লা-২—এই দুই আসন নিয়েই পৃথক আবেদন করা হয়। শুনানি শেষে আদালত অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে রায় দেন এবং আজ সেই সিদ্ধান্ত বহাল রেখে সংশ্লিষ্ট দুই আসনের বৈধতা নিশ্চিত করেন।
আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রায় শুধু একজন প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত নয়; বরং নির্বাচনী রাজনীতিতে আইনের শাসন ও ন্যায়বিচারের গুরুত্বের প্রতিফলন। দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও আইনি অনিশ্চয়তায় থাকা এই দুই আসনে আদালতের সিদ্ধান্ত রাজনৈতিক স্থিতিশীলতার পথে ইতিবাচক বার্তা দিচ্ছে।
আদালতের এ রায়ে কুমিল্লার গুরুত্বপূর্ণ দুটি আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দলীয় সূত্র জানায়, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার আন্দোলনে এটি একটি তাৎপর্যপূর্ণ নৈতিক বিজয়।
বিআলো/তুরাগ



