কুষ্টিয়ার চার আসনে বিএনপির ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
সুমন মাহমুদ, কুষ্টিয়া: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলার চারটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী চূড়ান্ত হয়েছেন, তারা ইতোমধ্যেই মাঠে নেমে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর): বাচ্চু মোল্লা
দৌলতপুর আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জেলার অভিজ্ঞ ও ত্যাগী নেতা বাচ্চু মোল্লা।
মনোনয়ন পেয়ে তিনি বলেন,
“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি প্রাণপণভাবে পালন করব। দৌলতপুরবাসী পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।”
কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা): ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী
মিরপুর–ভেড়ামারা আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন তরুণ আইনজীবী ও জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী।
তিনি বলেন,
“আমি জনগণের সেবক হতে চাই, শাসক নই। মিরপুর ও ভেড়ামারার মানুষের উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
কুষ্টিয়া-৩ (সদর): প্রকৌশলী জাকির হোসেন সরকার
কুষ্টিয়া সদর আসনে বিএনপির প্রার্থী হয়েছেন জনপ্রিয় রাজনীতিক ও পেশাদার প্রকৌশলী জাকির হোসেন সরকার।
তিনি বলেন,
“আমি উন্নয়নের রাজনীতি করতে চাই, প্রতিশোধের নয়। কুষ্টিয়া সদরবাসী স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী— তাদের ভালোবাসাই আমার শক্তি।”
কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা): মেহেদী হাসান রুমি
কুমারখালী–খোকসা আসনে মনোনয়ন পেয়েছেন তরুণ রাজনীতিক মেহেদী হাসান রুমি।
তিনি বলেন,
“আমি জনগণের পাশে থাকতে চাই সবসময়। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা রক্ত দিয়ে হলেও পালন করব। এই নির্বাচনে ধানের শীষই হবে জনগণের আশা-ভরসার প্রতীক।”
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
জেলা বিএনপির এক শীর্ষ নেতা বলেন,
“এবার কুষ্টিয়ায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সবাই। আমরা বিশ্বাস করি, জনগণ বিএনপিকে আবারও বিজয়ী করবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও মহাজোটের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় কুষ্টিয়ার চারটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিআলো/ইমরান



