কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদককে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের বিবৃতি
অসত্য সংবাদ প্রত্যাহারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলামকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করিয়েছে—এমন অভিযোগ করেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন ও সাধারণ সম্পাদক সাইফউদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, গত ৬ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবানী ও দৈনিক সচেতন পত্রিকায় ‘কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকের হস্তক্ষেপে আওয়ামী লীগ দোসরদের কৃষকদলে ঠাঁই’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে তারা বলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আসাদ এবং শাহ আলম নামের একজন ব্যক্তিকে কৃষকদলের সঙ্গে জড়িয়ে এবং তাদের আত্মীয়তার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলামকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। শফিকুল ইসলাম একজন পরীক্ষিত জাতীয়তাবাদী আদর্শের সৈনিক এবং তিনি কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন।
নেতৃবৃন্দ আরও বলেন, সারাদেশে জাতীয়তাবাদী শক্তিকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল ধারাবাহিকভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে। দুঃখজনকভাবে কিছু ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়াই এসব অপতথ্য প্রকাশিত হচ্ছে, যা একজন কেন্দ্রীয় নেতার চরম মানহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে তথ্যের যথাযথ সত্যতা যাচাই করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা কেউই কামনা করি না।
বিবৃতিতে আরও বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল অতীতের মতো বর্তমানেও গণমাধ্যমের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। তবে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
বিআলো/তুরাগ



