‘কৃষিতে প্লাস্টিক ব্যবহার’ শীর্ষক আন্তর্জাতিক শিল্প মেলা IPF-26 শুরু ২৮ জানুয়ারি
বাংলাদেশ প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্পের প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলা
সাবিনা ইয়াসমিন: ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী আন্তর্জাতিক শিল্প মেলা 18th Bangladesh International Plastic, Packaging and Printing Industrial Fair-2026 (IPF-26)। মেলাটি কেবল প্রদর্শনী নয়, এটি হবে প্রযুক্তি, উদ্ভাবন ও ব্যবসায়িক সম্ভাবনার এক অনন্য মিলনমেলা।
দেশে এবং বিদেশ থেকে শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা এক ছাতার তলায় মিলিত হয়ে বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও এগিয়ে নেবেন।
আগামী বুধবার (২৮ জানুয়ারি) থেকে চারদিনব্যাপী আন্তর্জাতিক শিল্প মেলা IPF-26 শুরু হতে যাচ্ছে। মেলার আয়োজন করেছে বাংলাদেশ প্লাস্টিক জার্নালিস্টস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর বিপিজিএমইএ কার্যালয়ে মেলার প্রস্তুতি ও বিস্তারিত তুলে ধরতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য প্রদান করেন বিপিজিএমইএ সভাপতি জনাব সামিম আহমেদ।
বক্তব্যে তিনি জানান, “প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প বর্তমানে বাংলাদেশের শিল্পায়ন, রপ্তানি বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তৈরি পোশাক, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, ই-কমার্সসহ প্রায় সব উৎপাদন খাতে এই শিল্পের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”
বিপিজিএমইএ সভাপতি আরও বলেন, IPF-26 কেবল একটি প্রদর্শনী নয়; এটি হবে প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনার এক অনন্য মিলনমেলা। এই মেলার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক ও পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তির সঙ্গে স্থানীয় শিল্প উদ্যোক্তারা পরিচিত হতে পারবেন।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য সচিব জনাব মাহবুবুর রহমান। বিপিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন যে, এই মেলা দেশের প্লাস্টিক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে, রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং “মেইড ইন বাংলাদেশ” ব্র্যান্ডকে বিশ্ববাজারে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।
তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং দেশ-বিদেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিল্প সংশ্লিষ্ট সকলকে IPF-26 মেলা পরিদর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
বিআলো/তুরাগ



