কেন হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়
বিআলো ডেস্ক: অনেক সময় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, যা ব্যবহারকারীদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। তবে এর পেছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ।
ফেসবুকের নীতিমালা অনুযায়ী, অন্যের পরিচয়ে অ্যাকাউন্ট খোলা বা ভুয়া নাম ব্যবহার করা গুরুতর অপরাধ। এমন অভিযোগ পেলেই ফেসবুক দ্রুত ব্যবস্থা নেয়।
এছাড়া কমিউনিটি স্ট্যান্ডার্ডস লঙ্ঘন, সহিংস বা বিদ্বেষমূলক বক্তব্য, নিয়মিত আপত্তিকর মন্তব্য এবং বারবার রিপোর্টের শিকার হলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিজেবল হতে পারে।
১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রেও কোনো রিভিউ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক। পাশাপাশি অ্যাকাউন্ট হ্যাক হলে, হ্যাকার নিয়ম ভাঙার কারণে ব্যবহারকারীর অজান্তেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে।
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আসল নাম ব্যবহার, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা, টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা এবং আপত্তিকর কনটেন্ট থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ফেসবুক।
সচেতনভাবে ব্যবহার করলে এই ডিজিটাল পরিচয় রক্ষা করা অনেকটাই সহজ।
বিআলো/শিলি



