• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কেরানীগঞ্জ পশুহাটে সংঘর্ষ, পুলিশসহ আহত ২ 

     dailybangla 
    05th Jun 2025 11:51 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেক্স: ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোল্লা বাজার অস্থায়ী পশুর হাটে মোহাম্মদ হান্নান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে ইজারাদারের লোকজনের নেতৃত্বে। এতে গরু ব্যবসায়ীর একটি হাত ভেঙে গেছে। এ ঘটনায় দায়িত্বরত একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (৫ জুন) দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার পশুর হাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কেরানীগঞ্জের পুরান বাক্তাচার এলাকার আলী মিয়ার ছেলে হান্নান দুটি গরু নিয়ে আজ বৃহস্পতিবার সকালে হাটে আসে।

    দুপুরের দিকে তার গরু অন্যত্র নিয়ে যেতে চাইলে ইজারাদারের নিয়োজিত স্বেচ্ছাসেবক রাজিব ও সজীবের সাথে তার বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে রাজিব হান্নানকে বাঁশ দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকলে হান্নান গুরুতর আহত হয়। এতে তার একটি হাত ভেঙে যায়।

    এসময় দায়িত্বরত জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেনর নেতৃত্বে পুলিশের একটি দল মারামারি থামাতে গেলে ইজারাদারের লোকজন পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং লাঠি দিয়ে ইন্সপেক্টর মোশারফ হোসেনকে আঘাত করে।

    এ বিষয় জানতে মোল্লা বাজার অস্থায়ী পশু হাটের ইজারাদার নূর হোসেনে সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ভুল বোঝাবুঝি থেকে এমন একটি ঘটনা ঘটেছে আমরা এটা তাৎক্ষণিক মীমাংসা করে দিয়েছি। পাশাপাশি আহত হান্নানকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

    পুলিশের উপর হামলার বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের কাছে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031