কোনাবাড়ীতে বিবাদের জেরে স্ত্রী খুন, গুরুতর আহত স্বামী
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কোনাবাড়ীতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত রহিমা খাতুন (৩৫) ও তার স্বামী এমরান হোসেন (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা। তারা তাদের ১৬ বছর বয়সি মেয়ে শারমিনকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে এমরান ধারালো দা দিয়ে স্ত্রী রহিমাকে গলা কেটে হত্যা করেন। এরপর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পুরো ঘটনা দেখে ফেলে তাদের মেয়ে শারমিন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিমার মরদেহ উদ্ধার করে এবং পালস পাওয়া গেলে গুরুতর আহত এমরানকে দ্রুত হাসপাতালে পাঠায়।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে আমরা মরদেহ উদ্ধার করেছি। আহত এমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”
বিআলো/শিলি



