কোস্ট গার্ড–মৎস্য অধিদপ্তরের অভিযানে ৩৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের সদর উপজেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৫ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জ সদর থানাধীন দশকানি ও বড়বাড়ি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এলাকার ৫টি জাল তৈরির কারখানা ও ২টি গোডাউনে তল্লাশি চালিয়ে ১ কোটি ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরিতে ব্যবহৃত ৭০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল ও সুতার রিল সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এবং নিষিদ্ধ জাল দমন করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/এফএইচএস



