ক্যামেরার লেন্সে জীবনের গল্প: তরুণ ফটোগ্রাফার জাফর রহমান
ঠাকুরগাঁও থেকে ক্যামেরার আলোয়
তরুণ ফটোগ্রাফার জাফর রহমানের স্বপ্নযাত্রা
হৃদয় খান: একটি ছবি কখনো বলে দেয় হাজারো কথা—ভাষাহীন অথচ আবেগে ভরপুর। ঠিক এমনই ভাষাহীন গল্পের খোঁজে ক্যামেরা হাতে প্রতিনিয়ত ছুটে চলেন তরুণ ফটোগ্রাফার জাফর রহমান। ঠাকুরগাঁওয়ের মফস্বল শহর থেকে উঠে এসে আলোকচিত্রের রঙিন জগতে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। সময়ের পরিবর্তনে ফটোগ্রাফি যখন শখের গণ্ডি পেরিয়ে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, তখন সেই স্রোতে নিজেকে দক্ষতা ও সৃজনশীলতায় আলাদা করে তুলে ধরেছেন জাফর রহমান।
ফটোগ্রাফিই যার জীবনের ভাষা
বর্তমানে ফটোগ্রাফিই জাফর রহমানের একমাত্র ধ্যান-জ্ঞান। ক্যামেরার লেন্সের ভেতর দিয়েই তিনি আবিষ্কার করেন জীবনের গল্প, মানুষের আবেগ ও মুহূর্তের সৌন্দর্য। তার বিশ্বাস, একটি নিখুঁত ফ্রেম শুধু দৃশ্য নয়, অনুভূতিও ধারণ করে। তাই প্রতিটি ছবিতে তিনি নতুনত্ব ও নান্দনিকতার ছাপ রাখতে সচেষ্ট থাকেন।
এ প্রসঙ্গে জাফর রহমান বলেন, “ফটোগ্রাফি শুধু পেশা নয়, এটি আমার স্বপ্ন, আমার চিন্তা আর আমার জীবন।”
ছয় বছরের পথচলায় সাফল্যের ছোঁয়া
প্রায় ছয় বছরের পেশাদার ফটোগ্রাফি ক্যারিয়ারে জাফর রহমান কাজ করেছেন দেশের বহু জনপ্রিয় তারকা ও শিল্পীর সঙ্গে। তার ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, নৃত্যশিল্পী অঞ্জনা, শিশু তারকা সিমরিন লুবাবা, অভিনেত্রী ফারিয়াসহ আরও অনেকে।
তার ছবির বিশেষত্ব হলো আলো-ছায়ার নিখুঁত ব্যবহার ও বিষয়বস্তুর স্বাভাবিক প্রকাশ। দর্শক ও সংশ্লিষ্ট মহলে তার কাজ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে বারবার।
স্বীকৃতি ও সম্মাননা
নিজের সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে জাফর রহমান পেয়েছেন একাধিক সম্মাননা। এসব পুরস্কার তার কাছে শুধু অর্জন নয়, বরং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। তিনি মনে করেন, প্রতিটি স্বীকৃতি তাকে নিজের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে।
শৈশবের স্বপ্ন থেকে বাস্তবের পথচলা
ছোটবেলা থেকেই ছবি, রঙ ও শিল্পের প্রতি ছিল জাফর রহমানের গভীর আকর্ষণ। এক ভাই ও দুই বোনের মধ্যে মেজ সন্তান হিসেবে বেড়ে ওঠা এই তরুণ শুরু থেকেই ভিন্নভাবে ভাবতে ভালোবাসতেন। সেই ভিন্ন চিন্তাভাবনা ও শিল্পমনস্কতাই তাকে ধীরে ধীরে ফটোগ্রাফির পথে এগিয়ে নেয়। পরিবারের সমর্থন ও নিজের নিরলস পরিশ্রমে আজ তিনি একজন প্রতিষ্ঠিত আলোকচিত্রী।
সামনে আরও বহুদূর
নিজের সাধনা, একাগ্রতা ও সৃজনশীলতাকে পুঁজি করে জাফর রহমান সামনে এগিয়ে যেতে চান আরও বহুদূর। দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করার স্বপ্ন দেখেন তিনি। তার কাজ, দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠায় ভবিষ্যতে ফটোগ্রাফি জগতে তিনি আরও বড় পরিসরে আলো ছড়াবেন—এমন প্রত্যাশাই তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের।
বিআলো/তুরাগ



