ক্যারিবীয় অভিযানে অ্যাডমিরাল ব্র্যাডলিকে পূর্ণ সমর্থন পেন্টাগনের
আর্ন্তজাতিক ডেস্ক: ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন ‘নার্কো-টেররিস্ট’ নৌযানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার নির্দেশদাতা অ্যাডমিরাল মিচ ব্র্যাডলির পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন জানান, হোয়াইট হাউস নিশ্চিত করেছে- হামলার সিদ্ধান্ত অ্যাডমিরাল ব্র্যাডলিই নেন এবং তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে বৈধভাবে পরিচালিত হয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ব্র্যাডলির সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন- যেখানে দাবি করা হয়েছিল যে দ্বিতীয় দফার হামলার নির্দেশ হেগসেথ দিয়েছেন, তা পেন্টাগন ও হোয়াইট হাউস উভয়েই প্রত্যাখ্যান করেছে।
উইলসন জানান, এখন পর্যন্ত ২১টি অভিযানে ৮২ জন সন্দেহভাজন মাদকসন্ত্রাসী নিহত হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ও হেগসেথ বলেন, মাদকবিরোধী অভিযান শুধু শুরু হয়েছে; প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিআলো/শিলি



