• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সৈয়দ নাসের বখতিয়ার 

     dailybangla 
    22nd Dec 2025 4:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড–এর ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ১৯৬৫ ব্যাচের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

    গত শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত ক্লাবের ফাদার পিসাতো ব্যানকুইট হলে ক্লাবের ৪র্থ থেকে ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নির্বাচনে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ৪৮৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯৯১ ব্যাচের মোহাম্মদ জহিরুল ইসলাম কচি পেয়েছেন ১৪৫ ভোট।

    ১০ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনে সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সাল রহমান জিতু। অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন—
    ১৯৯৮ ব্যাচের আবু সালেহ মোহাম্মদ সায়েম (৫৯৪ ভোট),
    ১৯৯০ ব্যাচের শেখ আমিনুর রহমান চঞ্চল (৫৬৯ ভোট),
    ১৯৮৫ ব্যাচের শেখ মুনিরুল আলম টিপু (৫৫৫ ভোট),
    ১৯৯৯ ব্যাচের মো. নজরুল ইসলাম মল্লিক (৫৪৩ ভোট),
    ১৯৯৬ ব্যাচের আদনান নাফিস (৫২২ ভোট),
    ১৯৯২ ব্যাচের সাইফুল ইসলাম (৫০৭ ভোট),
    ১৯৯১ ব্যাচের আরিফুল ইসলাম চৌধুরী (৪৯৮ ভোট),
    ২০০০ ব্যাচের ডা. যোবায়ের হোসেন (৪৬০ ভোট) এবং
    ১৯৯৪ ব্যাচের কাজী মোহাম্মদ মাহবুবুল হক (৪২৯ ভোট) ১০ম সদস্য হিসেবে নির্বাচিত হন।

    পরাজিত প্রার্থীদের মধ্যে ১৯৯৫ ব্যাচের শাহ মোহাম্মদ মাকসুদুল গনি পেয়েছেন ৩৯৫ ভোট, ২০০১ ব্যাচের মো. নাহিদুল হাসান ৩৫৫ ভোট এবং ২০০৪ ব্যাচের মোস্তাফিজুর রহমান সুজন পেয়েছেন ২৭৪ ভোট।

    নির্বাচনে মোট ৮৬৭ জন ভোটারের মধ্যে ৬৫০ জন (প্রায় ৭৫ শতাংশ) সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে প্রেসিডেন্ট ব্যালটে ২০টি এবং কার্যকরী পরিষদ সদস্য ব্যালটে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. আতিকুল আযম–এর নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পুরো নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031