ক্ষমতায় গেলে তিন শর্তে জাতীয় সরকার গড়বে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: আগামীতে ক্ষমতায় গেলে তিনটি নির্দিষ্ট শর্তে সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনে কাউকেই বাদ দেব না, তবে তিনটি নীতিগত শর্ত থাকবে।’ যদিও তিনি ওই শর্তগুলোর বিস্তারিত এদিন প্রকাশ করেননি।
জামায়াত আমির আরও বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বৈষম্য দূর করা জরুরি। শ্রমজীবী ও ধনীদের মাঝে আকাশচুম্বী ব্যবধান কমাতে না পারলে সামাজিক স্থিতি আসবে না।
তার অভিযোগ, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে দেশ জর্জরিত। সুষ্ঠু নির্বাচন না হওয়ায় অপরাধও কমছে না।
শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বজায় থাকবে না- এমন ঘোষণাও আমরা চাই অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে।’
নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলেন আমার বুলেটপ্রুফ গাড়ি দরকার; কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা রাখি।’
বিআলো/শিলি



