কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রাম প্রতিনিধি : নদ-নদীর পানি হ্রাস অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও দুর্ভোগে রয়েছে দ্বিতীয় দফায় বন্যা কবলিত পরিবারগুলো। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নিজেদের খাবারের পাশাপাশি পালিত গবাদিপশুর খাদ্য সংকটে পড়েছেন বন্যা দুর্গতরা।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল কমে যাওয়ায় এবং স্থানীয়ভাবে তেমন বৃষ্টিপাত না হওয়ায় নদ-নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে।

গত প্রায় দেড়মাস ধরেই ভয়াবহ বন্যার কবলে রয়েছে কুড়িগ্রাম। বন্যাদুর্গত এলাকায় নানা দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। অনেক ঘরবাড়িতে পানি উঠে যায়। ডুবে গেছে ফসলের মাঠসহ বিস্তীর্ণ জমি।

বিআলো/শিলি