খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সুমন সরদার: খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল এবং অতিরিক্ত পুলিশ সুপারের (খাগড়াছড়ি সদর সার্কেল) বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ২২ মার্চ শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে অত্র জেলার পুলিশ লাইন্সে সকল পদবির পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
ইফতারের পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) তফিকুল আলমের বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
প্রধান অতিথি ও বিদায়ী অতিথির বক্তৃতা শেষে, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান পিপিএম (সেবা), সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাস, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হানসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



