খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর স্মরণে ঢাকায় ভাবগম্ভীর কনফারেন্স
নিজস্ব প্রতিবেদক: খাতুনে জান্নাত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদরের কন্যা মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর জীবন, ত্যাগ ও আদর্শকে স্মরণ করে রাজধানীতে এক আলোচনা ও স্মরণসভা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আয়োজিত এ কনফারেন্সে ধর্মীয় চিন্তাবিদ, আলেম-ওলামা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ-সালামের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহসুফি আহাম্মদ হোসেন মজুমদার ওরফে পীরজাদা লাতু মিয়া, গদীনশীন পীর, পাগলা শাহ দরবার শরিফ, পরশুরাম, ফেনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। তিনি বলেন,
“আহলে বাইতের শিক্ষা মানবতা, ন্যায়বিচার ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজ সংস্কার ও নৈতিকতার ভিত গঠনে এই শিক্ষার বিকল্প নেই।”
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, পীর সাহেব, সাতগাছিয়া দরবার শরিফ, পটিয়া, চট্টগ্রাম।
কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল্লামা ড. আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি তাঁর বক্তব্যে মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর জীবনাচরণ, ধৈর্য, আত্মত্যাগ এবং ইসলামী মূল্যবোধে তাঁর অনন্য ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, ফাতেমাতুজ জোহরা (আ.) নারী সমাজসহ সমগ্র মানবজাতির জন্য আদর্শের এক অনুপম দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল কদ্বমি, সভাপতি, বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।
সভাপতির বক্তব্যে তিনি মাজার ও দরগাহভিত্তিক আধ্যাত্মিক চর্চা রক্ষা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কনফারেন্সে বক্তারা বলেন, মা ফাতেমাতুজ জোহরা (আ.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় হবে। তারা আধ্যাত্মিকতা ও ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মাজার দরগাহ রক্ষা কমিটি।
বিআলো/তুরাগ



