খালেদা জিয়া সবসময় মানুষের কল্যাণে ছিলেন: দিপু ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রাজনীতি মানেই মানুষের সেবা। কিন্তু গত সতেরো বছর ধরে সেই সেবার রাজনীতি মানুষ ভুলে যেতে বাধ্য হয়েছে। রূপগঞ্জে রাজনীতি করতে হলে সেবার রাজনীতিই করতে হবে, আর সেই রাজনীতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। রূপগঞ্জকে দেখেই অন্যান্য এলাকার মানুষ শিখবে।
শনিবার (১০ জানুয়ারি) রূপগঞ্জের তারাব পৌরসভায় বিএনপির মরহুমা চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
দিপু ভূঁইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানুষের অন্তরে ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর কারও হয়নি। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আজ তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে ফিরেছেন। মানুষ বলছে—গণতন্ত্র দেশে ফিরতে এসেছে।
তিনি আরও বলেন, তারাব পৌরসভা ‘এ’ ক্যাটাগরির হলেও এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সরকার ক্ষমতায় এলে তারাব পৌরসভার চেহারা ঢাকার চেয়েও সুন্দর করা হবে। এখানকার মানুষ চাকরির সুযোগ পায় না।আমি স্পষ্ট করে বলতে চাই—আপনাদের ইন্ডাস্ট্রি চললে, তারাববাসীর ঘরেও চুলা জ্বলতে হবে।
নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে রেখে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করার দাবি জানিয়েছি এবং সেই কাজ শুরু হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জকে রাজউকের আওতায় না রেখে স্বতন্ত্র নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবিও জানানো হয়েছে।
বিআলো/তুরাগ



