• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খালেদা জিয়ার অবস্থা সংকটময়, দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা 

     dailybangla 
    28th Nov 2025 11:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশনেত্রীর সুস্থতার জন্য তিনি দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা জানিয়েছেন।

    শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তিনি নিয়মিত খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তথ্য নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। বার্তায় উল্লেখ করা হয়, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে।

    প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা ও চিকিৎসাসেবায় নিয়োজিতদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন।

    বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে আজ দুপুরে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পরিস্থিতি এখন অত্যন্ত সংকটাপন্ন।

    বয়স প্রায় ৮০’র কোঠায় থাকা খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগছেন। গত রোববার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত করেন।

    চিকিৎসার প্রয়োজনে গত ৭ জানুয়ারি লন্ডনে যান সাবেক এ প্রধানমন্ত্রী। সেখানে দীর্ঘ ১১৭ দিন অবস্থান শেষে তিনি ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরলেও শারীরিক অবস্থার স্থিতিশীলতা বজায় না থাকায় বিভিন্ন সময়ে তাঁকে পুনরায় হাসপাতালে নিতে হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930