খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার
মনিরুল ইসলাম মনির: বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তিনি কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এ সময় কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তৈমূর আলম খন্দকার। তার সঙ্গে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আগত অনুসারী ও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, “আমি বিএনপি থেকে বহিষ্কৃত হলেও একজন মানুষের প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও কৃতজ্ঞতা সবসময় থাকে। বিএনপি ও জনগণের সঙ্গে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নেতাকর্মীদের প্রতিও আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, তখন তিনি বিএনপির শীর্ষ নেতাদের জিজ্ঞাসা করেছিলেন— ‘আমার তৈমূর কোথায়? তাকে কেন বহিষ্কার করা হলো?’ যদি তিনি সত্যিই এমন কথা বলে থাকেন, তাহলে আইনগতভাবে আমার বহিষ্কার বহাল থাকার কথা নয়। আমি যে অবস্থানেই থাকি না কেন, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। আমি খালেদা জিয়ার মার্কায়ই ভোট দেবো।”
এর আগে সকালে নারায়ণগঞ্জ থেকে গাড়িযোগে দলবল নিয়ে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে উদ্যানে প্রবেশের পর কবর জিয়ারত শেষে কিছুক্ষণ সেখানে অবস্থান করে দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে তিনি তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ



